সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নিয়ে গত বৃহস্পতিবার তাকে ইতিহাসের খলনায়ক ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করেছিলেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন। আজ রোববার তাকে বর্জন করেছেন সাংবাদিকেরা।
আজ আদালতের জামিন মঞ্জুরের আদেশ আসার পর সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন উপস্থিত সাংবাদিকদের কথা বলতে আসেন। তখন সাংবাদিকরা তার উদ্দেশে বলেন, আপনি আমাদের সহকর্মীকে নিয়ে বৃহস্পতিবার (২০ মে) অশোভন বক্তব্য দিয়েছেন। তাকে অপ্রাঙ্গিককভাবে ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করেছেন। আমরা এ বিষয়ে আপনার কোনো বক্তব্য সম্প্রচার করব না। পরে হিরনকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর প্রতিক্রিয়া নেন সাংবাদিকরা।
রোজিনা ইসলামকে ঘসেটি বেগমের সঙ্গে তুলনা প্রসঙ্গে আব্দুল্লাহ আবুর কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘এটি তার (হেমায়েত উদ্দিন খান হিরন) নিজস্ব বক্তব্য। রাষ্ট্রপক্ষ এ বক্তব্য সমর্থন করে না। আমরা তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। আশা করছি সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলতার পরিচয় দেবেন।’
এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, ‘রোজিনা ইসলাম নারী বিবেচনায় জামিন পেতে পারেন না। ঘসেটি বেগমও মহিলা ছিলেন। পলাশীর প্রান্তরে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ ছিলেন ঘষেটি বেগমের চরিত্রটি। ঘসেটি বেগম, মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই সেদিন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়। আজকের এই অভিযুক্ত নারী সাংবাদিক রোজিনা ইসলাম ঘসেটি বেগমের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি চুরি করে সরকারকে বিব্রত করতে, বেকায়দায় ফেলতে ঘসেটি বেগমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যে কারণে তার জামিন নামঞ্জুরের প্রার্থনা করছি।’