আন্তর্জাতিক ডেস্ক:
বাগদাদে নিজ বাসভবনে সশস্ত্র ড্রোন হামলায় গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধিমি দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ড্রোন হামলার বিষয়ে রোববার বাগদাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
এর আগে, রোববার বাগদাদে ইরাকের এই প্রধানমন্ত্রীর বাসভবনে সশস্ত্র ড্রোন হামলা হয়। এতে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেলেও ছয় নিরাপত্তা কর্মী আহত ও বাসভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
গত আগস্টে বিতর্কিত সাধারণ নির্বাচনে কাধিমির জয়ের কয়েক সপ্তাহ পর দেশটিতে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই রোববার ইরাকি এই প্রধানমন্ত্রীকে গুপ্তহত্যার চেষ্টার ঘট্না ঘটেছে।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক ভিডিও ফুটেজে নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করতে দেখা যায় মুস্তফা আল-কাধিমিকে। এ সময় দেশটির শীর্ষ নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে ড্রোন হামলার বিষয়ে আলোচনা করেন তিনি।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে লক্ষ্য করে যে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা হয়েছে, তা সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরাকি রাষ্ট্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করার অপরাধমূলক তৎপরতা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা আইএনএ বলছে, হামলায় তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। নিরাপত্তা বাহিনী অন্তত দু’টি ড্রোন ভূপাতিত করেছে এবং তৃতীয় একটি ড্রোন বাসভবনে আঘাত করেছে।
ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধানের একজন মুখপাত্র বলেছেন, হামলার পর সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই গ্রিন জোনে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস, সরকারি ভবন এবং বাসভবন রয়েছে। তবে ওই হামলার বিষয়ে কোনও গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইরান ইরাকি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার নিন্দা জানিয়েছে।
সূত্র: রয়টার্স।