স্পোর্টস ডেস্ক:
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে হট ফেভারিট হয়ে মাঠে না নামলেও, এখন টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল পাকিস্তান। সুপার টুয়েলভে একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবকয়টি জিতেছে তারা।
রোববার অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিকের ফিফটির সুবাদে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে গ্রুপ-২’র শীর্ষস্থান দখল করে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার ফলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
ম্যাচটিতে শেষ দশ ওভারে পাকিস্তান করে ১২৯ রান। শেষ পাঁচ ওভারে আসে ৭৫ রান ও শেষের ১৫ বল থেকেই হয় ৪৭ রান। যার মূল কৃতিত্ব অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের।
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ১৮ বলে ফিফটি করেছেন মালিক। তার ইনিংসে ছিল একটি চার ও ছয়টি ছয়ের মার। পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম ফিফটির রেকর্ড।
ম্যাচ শেষে এই রেকর্ডগড়া ফিফটির পেছনের রহস্য জানিয়ে মালিক বলেছেন, ‘অন্য ম্যাচগুলোতে আমরা দেখেছি, আপনি যদি প্রথমে উইকেট না হারান তাহলে আপনার একটি ভালো সংগ্রহ করার সুযোগ থাকে। ড্রেসিংরুমে বসে আমরা আলোচনা করছিলাম, কমপক্ষে ১৫০ রান করতে হবে এবং দ্রুত উইকেট হারানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘এসব উইকেটে আপনি ছয়-আটটি বল দেখে শুনে খেলুন। তারপর নিজের স্বাভাবিক খেলা খেলতে পারবেন। এতে করে টুর্নামেন্টে আপনি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আমি ভালো ফর্মে আছি। দলকে সাহায্য করার জন্য নিজেকে আরও ধারবাহিকভাবে দেখতে চাই।’
বিএসডি / আইকে