চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মীরসাইয়ে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আনাগোনা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। রাতভর চলছে ক্ষমতাধীন প্রভাবশালীদের ভোট কেন্দ্র দখলের পাঁয়তারাও।
দেশের বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসীদের আনাগোনাও ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছ। তারই প্রভাববের সূত্র ধরে জনৈক আমির হোসেন সেলিম (৩৮), প্রকাশ বুলেট সেলিম মাদক সম্রাট হিসেবে পরিচিত। থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ডজনেরও অধিক। সবগুলোই মাদকনিয়ন্ত্রণ আইনে। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এরমধ্যে তিনি প্রার্থী হয়েছেন ইউপি নির্বাচনে! পুলিশের চোখ ফাঁকি দিয়ে এতদিন পালিয়ে ছিলেন। তবে নির্বাচনে দাঁড়িয়ে এলাকায় এসে ধরা পড়তে হলো পুলিশের জালে। যেতে হলো জেলে। শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ।
সেলিম মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়ীয়া গ্রামের জামশেদ আলমের ছেলে। পুলিশ জানায়, তার বির“দ্ধে মিরসরাই থানায় এক ডজনের অধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সেলিম মোরগ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমের বির“দ্ধে থানায় ১ ডজনের অধিক মামলা রয়েছে। যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ২টি মামলা তদন্তনাধীন রয়েছে। তিনি বলেন, তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিলো। শনিবার রাতে মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।