নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের চলমান ইউপি নির্বাচনে হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের কামার পুকুর কেন্দ্রে পুলিশের এই মানবিকতা চোখে পড়ে।
দুই বছর ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী আব্দুল জলিল (৭০)। তবুও পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভ্যানে চেপে ভোটকেন্দ্রে আসেন তিনি। কিন্তু ভ্যান থেকে আর বুথে যেতে পারছিলেন না তিনি।
এসময় কেউ সাহায্যে এগিয়ে আসেন দুই পুলিশ সদস্য। অসুস্থ বৃদ্ধকে কোলে করে বুথ পর্যন্ত নিয়ে ভোট প্রদান করিয়ে আনেন তারা।
হাইওয়ে পুলিশ কনস্টেবল রাসেল মাহমুদ ও রফিকুল ইসলাম বাবু নামের এই দুই পুলিশ সদস্য সেসময় কামার পুকুর ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিলেন।
অসুস্থ আব্দুল জলিল জানান, আমি প্যারালাইজড বলে হাঁটতে পারিনা। তাই ভ্যান থেকে নেমে বুথের ভবনে ঢুকতে পারছিলাম না। অনেকটা সময় বসে ছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। এ অবস্থায় আমি হয়তো হতাশ হয়ে ফিরে যেতাম। কিন্তু এই পুলিশ সদস্যরা আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।
কনস্টেবল রাসেল বলেন, আমি বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছিলাম। এই বৃদ্ধ মানুষটা ভ্যানে বসে ভোট কেন্দ্রের দরজায় তাকিয়ে আছে। কখনো দেখছি কেউ কেউ তার সঙ্গে কথা বলে চলে যাচ্ছে। তখন বৃদ্ধ ভোটারের কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে তুলে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করি।
ভোট দিতে আসা রাজ্জাক বলেন, পুলিশের এই মানবিকতায় আমরা সবাই মুগ্ধ হয়েছি। পুলিশ যে সত্যি জনগণের সেবক তার প্রমাণ রাখলেন তারা।
কামার পুকুর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামসুজ্জামান পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, ভোট কেন্দ্রে অনেক সময় এমন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা আসেন। তাদেরকে সহযোগিতা করার জন্যে নির্দিষ্ট কেউ থাকেনা। এক্ষেত্রে অনেক সময় আমরাই সহযোগিতা করার চেষ্টা করি। বৃদ্ধের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।
বিএসডি/এসএইচ