জেলা প্রতিনিধি, নরসিংদী :
নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নেয়ামত নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সেখানে ভোট স্থগিত করা হয়েছে। ভোট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া। আহত পুলিশ সদস্যের নাম নেয়ামত। তিনি নরসিংদী শহর পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চরসুবুদ্ধির মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসির উদ্দীন এবং বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম গ্রুপের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকবার পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বাধা দিতে গেলে এক পুলিশ সদস্য আহত হয়।
মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন , সংঘর্ষের সময় ব্যালট বাক্স ভাঙচুর করা হয়েছে। টেঁটা নিয়ে ভোট কক্ষের ভেতরেও তারা হামলা করে। এ সময় একজন পুলিশ সদস্য আহত হয়।
রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া জানান, সংঘর্ষের কারণে দুপুর বারোটার পরে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে দুপুর দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, এএসআই নেয়ামতের একটি পা ভেঙে গেছে। এ ছাড়াও চোখে, নাকে আঘাত পেয়েছেন। টেঁটা, গুলি নাকি অন্যকিছুর আঘাত তা নিশ্চিত বলা যাচ্ছেনা।