স্পোর্টস ডেস্ক:
এবার বিশ্বকাপ খেলতে গিয়ে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্কটল্যান্ডের কাছে হেরে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু। এরপর ওমান আর পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনরকম প্রথম পর্ব পার করে সুপার টুয়েলভের টিকিট পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভে খুলতে পারেনি জয়ের খাতা। টানা ৫ ম্যাচে হেরে রীতিমত বিধ্বস্ত হতে হয় বাংলাদেশকে।
দলের এমন ভরাডুবির মধ্যে পর দলের সঙ্গে সফরে যাওয়া সাব্বির খানের বিপক্ষে শৃঙ্খলা ভঙের অভিযোগ আনা হয়েছে। যার ফলে সাব্বির খানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিযোগ মাথা পেতে নিয়ে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাব্বির।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন সাব্বির। সঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবেও দেখা যায় তাকে।
দলের এমন ভরাডুবির মধ্যে পর দলের সঙ্গে সফরে যাওয়া সাব্বির খানের বিপক্ষে শৃঙ্খলা ভঙের অভিযোগ আনা হয়েছে। যার ফলে সাব্বির খানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিযোগ মাথা পেতে নিয়ে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাব্বির।
ক্রিকেট বোর্ডে একাধিক সূত্র জানিয়েছে, নিজদের বিশ্বকাপ মিশন শেষ হলে অভিযোগ উঠে আসে সাব্বিরের বিরুদ্ধে। যা আমলে নিয়ে জাতীয় দলের সাথে লম্বা সময় ধরে নানা ভূমিকায় কাজ করা সাব্বিরকে পদত্যাগের নির্দেশ দেয়।
তবে শৃঙ্খলা ভঙের অভিযোগ আনলেও বিশ্বকাপে গিয়ে সাব্বির কী করেছেন সেটি এখনো প্রকাশ করেনি বিসিবি। বোর্ডের আহ্বানে গত ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমা দেন সাব্বির। এমনিতে বাজে পারফরম্যান্সে টালমাটাল বাংলাদেশ ক্রিকেটে নিশ্চিতভাবেই এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে।
বিএসডি/এসএসএ