বরিশাল প্রতিনিধি:
ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল সুন্দরবন-১১ লঞ্চের পাখায় লোহার তার পেঁচিয়ে হাজার যাত্রী নিয়ে আটকা পড়েছে। রোববার (১৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার একটি চরে লঞ্চটি নোঙর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন-১১ লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম। তিনি বলেন, নদী বন্দর থেকে লঞ্চটি ৯টার দিকে ছাড়ার সময় বন্দর সংলগ্ন রাখা ড্রেজারের লোহার তার লঞ্চের পাখায় আটকে যায়। কিছু সময় চালানোর পর চরকাউয়া এলাকায় পৌঁছালে লঞ্চটি আটকে যায়। লঞ্চে হাজার খানেক যাত্রী ছিল। পাখা থেকে রশি ছাড়িয়ে লঞ্চের যাত্রা করতে ঘণ্টাখানেক সময় লাগবে।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, লঞ্চের পাখায় তার পেঁচিয়ে গেছে। ডুবুরিরা কাজ করছে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লঞ্চটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য কাজ চলছে।
বিএসডি/এসএসএ