স্পোর্টস ডেস্ক:
আইসিসির ক্রিকেট কমিটির পুরুষ বিভাগে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ দায়িত্ব পাওয়ার আগে এই পদে ছিলেন তারই জাতীয় দলের সাবেক সতীর্থ অনিল কুম্বলে।
আইসিসির ক্রিকেট কমিটির পুরুষ বিভাগে চেয়ারম্যান পদে থাকাকালীন দারুণ অবদানের জন্য কুম্বলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বারক্লে। সেই সাথে সৌরভকেও নতুন পদে স্বাগত জানিয়েছেন তিনি।
সংবাদ বার্তায় গ্রেগ বলেন, ‘আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলিকে স্বাগত জানাই। বিশ্ব সেরা ক্রিকেটারদের একজন ও পরে প্রশাসক হিসেবে তার যে অভিজ্ঞতা, আশা করি ক্রিকেটের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সেগুলো আমাদের অনেক সহায়তা করবে।’
সঙ্গে আরও জানান গ্রেগ, ‘আমি অনিলকেও ধন্যবাদ জানাতে চাই তার দারুণ অবদানের জন্য। গত ৯ বছর ধরে সে দারুণ নেতৃত্ব দিয়েছে। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ও বোলিং অ্যাকশন নিয়ে বিভিন্ন সিদ্ধান্তে অনিল খুব ভালো কাজ করেছে।’
২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গত ১২ বছরে তিন মেয়াদে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে কুম্বলে। সর্বোচ্চ তিন মেয়াদেই এই দায়িত্ব পালন করার নিয়ম আছে। তাই এবার পদ থেকে সরে দাঁড়াতেই হলো এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে। এ বার তার জায়গায় এলেন সৌরভ।