দিনাজপুর প্রতিনিধি:
ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারসহ বন্দরের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন উপহাইকমিশনার তৌফিক হাসান। এর পর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী বহির্গমনসহ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়াতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি স্থলবন্দর পরিদর্শন করেন।
এ সময় বন্দর, কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথমেই তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
এর পর হিলি স্থলবন্দর পরিদর্শন করেন। পরে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে একই পথ দিয়ে তিনি ভারতে চলে যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্কস্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদসহ অনেকে।