নিজস্ব প্রতিবেদক:
তেলের দাম বৃদ্ধির তুলনায় বেশি ভাড়া বাড়িয়ে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে এমন অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সর্বনিম্ন ভাড়া হিসেবে দ্বিগুণ ভাড়া আদায়ের ফলে যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিটিং সার্ভিসের নামেও অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। স্বল্প দূরত্বের যাত্রী সংখ্যা প্রায় ৫৫ ভাগ। তাদের কাছ থেকে সর্বনিম্ন ভাড়া হিসেবে দ্বিগুণ ভাড়া আদায়ের ফলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে নতুন ও পুরাতন গাড়ির আলাদা ভাড়া নির্ধারণ করা উচিৎ বলে মনে করেন তারা।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সড়ক পথের উন্নয়নে অনেক উন্নয়ন করলেও অযৌক্তিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষর ওপর অবিচার করা হচ্ছে। মনিটরিং এর বদলে বিআরটিএ ঘুষ বাণিজ্য ও রাজস্ব আদায়ে বেশি ব্যস্ত থাকে। বিআরটিএ আইওয়াশের অভিযান বন্ধ করে, ২১৮ বাস মালিকদের সাথে সরাসরি বসে সমস্যা সমাধানের পরামর্শও দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
এসময় বিআরটিএ প্রণীত বাস ভাড়ার তালিকা ঝুলানো, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া, অন্যায়ভাবে যাত্রী হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়।
বিএসডি/এসএসএ