দিনাজপুর প্রতিনিধি:
পেঁয়াজের আমদানি বৃদ্ধি হওয়ায় দাম কমা অব্যাহত রয়েছে। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম আরও এক দফা কমে কেজিপ্রতি দাম ২৩ টাকায় নেমেছে। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৬ টাকায় বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের মোকামগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লোডিং হওয়ায় হিলি দিয়ে আমদানি আগের তুলনায় বেড়েছে। একইভাবে দেশের সব বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। এ কারণে বর্তমানে পেঁয়াজের দাম নিম্নমুখী।
এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মোকামগুলোতে থাকা পুরনো দেশীয় পেঁয়াজ বাজারে আসায় পেঁয়াজের দাম আরও কমেছে। আর দেশীয় নতুন জাতের পাতা পেঁয়াজও উঠতে শুরু করেছে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমে এসেছে।
হিলি কাস্টমসের তথ্যমতে, ভারতীয় ২৭ ট্রাকে ৭৮১ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।