শিক্ষার মান নিয়ে কোনো আপস নয়। শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী ও দক্ষ করে তুলতে শিক্ষার মান অধিকতর বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরের আইকিউএসি’র একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের শিক্ষার্থীরা যাতে ছিটকে না পড়ে তার জন্য বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। এতে একদিকে শিক্ষার্থীরা যেমন প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানও বিশ্ব র্যাঙ্কিংয়ে সম্মানজনক জায়গা করে নিতে সক্ষম হবে।
চবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাসান আওরঙ্গজেব চৌধুরী ও ড. সুমন গাঙ্গুলী প্রমুখ।