স্পোর্টস ডেস্ক:
খুব কাছে গিয়েও জেতা হয়নি ভারতের। শেষদিকের দারুণ লড়াইয়ের পর ম্যাচটি ড্র করে নিউজিল্যান্ড। দুর্দান্ত ব্যাটিং করেন রাচিন রবীন্দ্র ও এজাজ প্যাটেল। এই ম্যাচের পিচ নিয়ে ম্যাচশেষে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
তিনি অখুশি হলেও দারুণ লড়াই হওয়ায় এই পিচ নিয়ে খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। পিচ কিউরেটরদের ৩৫ হাজার রুপি পুরস্কার দিয়েছেন তিনি। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হওয়ার পর এই ঘোষণা করেন দ্রাবিড়। শিব কুমারের নেতৃত্বাধীন পিচ কিউরেটর ও মাঠকর্মীদের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে।
৯ উইকেটে ১৬৫ রান করে পঞ্চম দিন শেষ করে নিউজিল্যান্ড। ম্যাচটি হয়েছে ড্র। তবে খেলা যেভাবে শেষ দিন পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েছে, তাতে খুশি হয়েছেন দ্রাবিড়। তিনি কেন বাকিদের থেকে আলাদা, কিউরেটরদের পুরস্কার দেওয়ার মাধ্যমে সেটাই যেন বুঝিয়ে দিলেন।
যদিও পিচ নিয়ে খুশি হতে পারেননি অশ্বিন। তবে সরাসরি কিছু বলেনওনি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিতর্ক হতে পারে ভেবে অশ্বিন বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তবে দল না জিতলেও শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেলদের প্রচেষ্টা খুশি করেছে দ্রাবিড়কে।
বিএসডি/এসএসএ