নিজস্ব প্রাতিবেদক:
নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫ কোটি টাকা ব্যায়ে ২৫টি রাস্তার কার্পেটিং ও আরসিসিসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। গতকাল বুধবার দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় নগর অবকাঠামো উন্নয়নপ্রকল্পের আওতায় এসব কার্পেটিং কাজের উদ্বোধন করেন তিনি।
তখন পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম, কাউন্সিলর ফরহাদ হোসেন, নান্নু শেখ, এনামুর রহমান চিনু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিউটি আকতার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলুসহ ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহীন হোসেন জানান, মেসার্স সরকার কন্সট্রাকশন, মেসার্স এম এন ট্রেড ও মেসার্স আনিসুর রহমান এসব কার্পেটিং কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান।
মেয়র উমা চৌধুরী বলেন, পৌরসভার অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কারের জনগণের দাবি ছিল দীর্ঘদিনের। কার্পেটিং ও সড়ক উন্নয়নের কাজ শুরু হওয়ায় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
বিএসডি /আইপি