অনলাইন ডেস্ক:
রাজধানীর একটি বেসরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে ফেসবুক গ্রপে অভিযোগ এনেছেন শতাধিক শিক্ষার্থী। রাজধানীর উত্তরার ওই কলেজের শিক্ষকের বিরুদ্ধে রিম রহমান নামের এক শিক্ষার্থী প্রথমে অভিযোগ করেন। ফেসবুক স্ক্রিনশট পোস্ট করে করা ঐ অভিযোগে আরো প্রচুর ছাত্রীর অভিযোগ আসে।
স্ক্রিনশট প্রকাশ করে রিম লিখেছেন, ‘এইগুলো হয়তো আমি ভাইরাল করতাম না। আজকে করার একটাই কারণ যে উনি ক্লাস সেভেন এইটে থাকতে আমাদের অনেকগুলো ফ্রেন্ডকে হ্যারাস করছে। কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। একজনের কাছে প্রমাণ ছিল, তাকে কনভিন্সড করে সেগুলো ফোন থেকে ডিলিট করিয়েছিলেন তিনি।’
থানায় অভিযোগ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে রিম বলেন, ‘এ বিষয়ে গত ২২ নভেম্বর আমি রমনা থানায় যাই। সেখানে অপেক্ষা করি দীর্ঘ সময়। এরপরে আমাকে সাইবার সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। আমি আর যাইনি, ফেসবুকেই এসে গ্রুপ খুলি। বিচার হোক বা না হোক, সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক নামের এইসকল প্রশ্নবিদ্ধ মানুষকে চিনুক।’
প্রতিবাদে খোলা গ্রুপে একাধিক শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল।
অ্যাকশন এগেইনস্ট হ্যারাসমেন্ট নামের পুরো গ্রুপ ঘুরে দেখা যায় একাধিক শিক্ষার্থীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন ওই শিক্ষক। জানা গেছে, রাজধানীর ওই স্কুল থেকে শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
বুধবার দুপুরে কালের কণ্ঠের পক্ষ থেকে ওই শিক্ষকের সঙ্গে ঘটনার সত্যতা সম্পর্কে জানার জন্য ফোন দেওয়া হয়। তিনি বলেন, যারা ফেসবুক গ্রুপ খুলেছে আপনি তাদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমার কোনো বক্তব্য নেই।
ঘটনা কি মিথ্যা? এর জবাবে ওই শিক্ষক বলেন, ‘এটা উদ্দেশ্যপ্রণোদিত।’ স্ক্রিনশট কি বানানো এই প্রশ্নের জবাবে বলেন, ‘আপনি তাদের সঙ্গে কথা বলেন। আমার কোনো বক্তব্য নেই।’
বিএসডি/এসএসএ