নিজস্ব প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সুপারিশের নয়দিনের মাথায় দেশটির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিনন্দন এলো।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এবং আরও দুটি দেশের উত্তরণে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাবের জন্য বাংলাদেশকে অভিনন্দন। সিদ্ধান্তটি ২৪ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।
গত ২৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন পায় বাংলাদেশ। আর এর মধ্যদিয়ে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে উত্তরণের সব প্রক্রিয়া সম্পন্ন করল।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে।
বিএসডি /আইপি