নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আবদুল কাদের মির্জা। তা না হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছেন। কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই।
গতকাল শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সাতজন অনুসারী পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ এনে কাদের মির্জা অনুসারী স্বপন মাহমুদের ফেসবুকে লাইভে এসে এই হুমকি দেন।
১১ মিনিট ১১ সেকেন্ডের লাইভে হুমকির পাশাপাশি ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আপনি বলেন তুমি চুপ থাকো, আমি চুপ থাকথাম। আমার আব্বারে রাজাকার বলছে, আপনি কিছু করেন নাই। প্রতিদিন ওসি, এএসপি, ইউএনও ও এসি ল্যান্ড ১০ লাখ টাকা করে পায় একরাম (সাংসদ একরামুল করিম চৌধুরী) এবং আলাউদ্দিন নাসিমের কাছ থেকে। প্রশাসনের কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় আমার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয়েছে।’
সেতুমন্ত্রীর ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘আমি আবার শুরু করব। ছেড়ে দেব না। সত্য কথা থেকে আমি কখনো সরব না। আপনারা আমাকে সরাতে পারবেন না। কী করবেন, জেলে দেবেন? যা ইচ্ছা তাই করেন। ১০-১৫ সন্ত্রাসী প্রশাসনের পাহারায় এখানে তাণ্ডব চালাচ্ছে। ইউএনও-ওসির পাহারায়, ডিসি-এসপির পাহারায়। এটা কী চালাচ্ছেন? কার রাজত্ব কায়েম করতে চান এখানে আপনারা? কী করতে চান আপনি?’
কাদের মির্জা ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও, এসি ল্যান্ড, এএসপি ও ওসিকে প্রত্যাহার না করলে আমি কোম্পানীগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলন শুরু করব। আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি যাব না। আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর আমেরিকা যাব। কোটি টাকা ঘুষ খেয়ে যারা একতরফাভাবে কাজ করছে, আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান না। ২৪ ঘণ্টার মধ্যে এদের সরাতে হবে। অন্যথায় সব দায়দায়িত্ব আপনার।’