নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে অনুষ্ঠিত এ ইজতেমার সার্বিক আয়োজন করছে টঙ্গীর বিশ্ব ইজতেমা কমিটি।
নীলফামারীর জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন সুতাকল মাঠে এই ইজতেমার আয়োজন করা হয়েছে। শনিবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
আয়োজক কমিটির মাধ্যমে জানা যায়, এবারের ইজতেমায় বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদসহ ঢাকা কাকরাইল মসজিদের খতিবগণ উপস্থিত আছেন। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করেছেন। দেশি, বিদেশি মুসল্লিদের সুবিধার্থে বয়ানগুলো কয়েকটি ভাষায় তর্জমা (অনুবাদ) করাও হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, ইজতেমায় বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের করোনা পরিস্থিতির কথা ও সার্বিক বিষয়গুলো চিন্তা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে ইজতেমার ময়দানে। এছাড়া আমরা বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও নিয়েছি।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ইজতেমা উপলক্ষে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ইজতেমার মাঠসহ পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, র্যাব-১৩ ও সিপিসি-২ এর কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করছে। ইজতেমার মাঠসহ আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মুসল্লিদের সুবিধার্থে আশপাশের রাস্তায় ভারি যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ইজতেমাকে সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয় সেজন্যে সকলের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
বিএসডি/আইপি