নিজস্ব প্রতিবেদক:
ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষেই নির্বাচকরা নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন। নিউজিল্যান্ড সফরে দলে নেই বিশেষ কোনো চমক। ১৮ জনের দল। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দলই বলা যায় নিয়ে যাওয়া হচ্ছে। ২০ জনের দল থেকে বাদ পড়েছেন স্পিনার হাসান ও পেসার রেজাউর রহমান রাজা। আর টাইফয়েডের কারণে নেই সাইফ হাসান। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার শরিফুল।
আগের মতোই দলে আছেন মোহাম্মদ নাঈম শেখ। যাকে ঢাকা টেস্টের দলের জন্য নেওয়া হয়েছিল। টি-টোয়েন্টি স্পেশিয়ালিস্ট এই ব্যাটসম্যানের লঙ্গার ভার্সন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। প্রথম শ্রেণির ক্রিকেট সর্বশেষ খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। উভয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। তাকে কেন দলে নেওয়া হলো এ নিয়ে ছিল অনেক সমালোচনা। নির্বাচক কিংবা দলপতি মুমিনুল সবারই উত্তর ছিল সাদামাটা।
নাঈম শেখকে ঢাকা টেস্টের দলে নেওয়া হয়েছিল কিন্তু সেরা একাদশে খেলার সুযোগ পাননি তিনি। তারপরও তাকে নিউজিল্যান্ড সফরে রাখা হয়েছে। নিউজিল্যান্ড হবে তার জন্য অনেক বড় পরীক্ষা। কারণ নিউজিল্যান্ডের কন্ডিশনে বিশ্বের অনেক সেরা ব্যাটসম্যানও হিমসিম খান। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরাও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেন না। সেখানে নাঈম শেখ। নির্বাচকরা যেন সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাকে দলে রেখে সমালোচকদের বুঝিয়ে দিলেন এসব সমালোচনায় তাদের কিছু যায় আসে না। তাদের সিদ্ধান্তই সঠিক।
দলে আরেকটি চমক ছিল সাকিব আল হাসানের নাম থাকা। গুঞ্জন ছিল, তিনি নিউজিল্যান্ড সফরে যাবেন না। বিসিবির কাছে ছুটি নেবেন। কিন্তু তিনি দলের সঙ্গে যাচ্ছেন। এটি দলের জন্য অনেক বড় শক্তি। নিউজিল্যান্ডে সাকিবের অনেক সুখ স্মৃতি আছে। তবে বিসিবির সভাপতি জানিয়েছেন সাকিব এখনো অফিশিয়ালি ছুটি চাননি। আনঅফিশিয়ালি ছুটি চেয়েছেন। ছুটি চাইলে বিসিবি সেটা ভেবে দেখবে।
মাহমুদুল হাসান জয় পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে সেরা একাদশে সুযোগ পেয়েছেন। কিন্তু এখনো ব্যাটিং করার সুযোগ পাননি। ব্যাট হাতে তিনি কী করবেন, না করবেন তা বিবেচনায় না গিয়েই অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়ে বড় ভুমিকা রাখা এই ওপেনারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
বাদ পড়া দুই বোলার নাঈম হাসান ও রেজাউর রহমান রাজা। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন তারা। নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় স্পিনার নাঈম হাসানের বাদ পড়াটা যৌক্তিক। কিন্তু পেসার রেজাউর রহমান রাজা পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন। তাও প্রথমবার ঘোষিত দলে নয়। পরে নির্বাচকরা তাকে দলে ডেকেছিলেন। এভাবে ডাকা মানে তার ওপর বিশেষ আস্থা রাখা। কিন্তু তাকে কোনো টেস্টেই সেরা একাদশে খেলানো হয়নি। তাই স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে- রেজাউরকে এভাবে দলে নেওয়া হলো কেন, আর বাদ দেওয়াই হলো কেন?
নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে ১৮ জনের দলে পেসার ৬ জন। তারা হলেন এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম। স্পিনার তিনজন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। উইকেটকিপার দুইজন লিটন কুমার দাস ও নুরুল হাসান সোহান। ব্যাটসম্যান হলেন সাদমান ইসলাম, মাহামুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি ও মোহাম্মদ নাঈম শেখ।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। নিউজিল্যান্ড সফরে খেলবে আরও দুই টেস্ট। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হওয়ার পরদিনই ৯ ডিসেম্বর বাংলাদেশ দল উড়াল দেবে নিউজিল্যান্ডে। সেখানে ১ জানুয়ারি তাওরাঙ্গায় প্রথম ও ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলবে। সিরিজে নেই কোনো লিমিটেড ওভারের ম্যাচ।
বিএসডি/এসএফ