আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ভারতে আরও এক ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে। আফ্রিকার দেশ তানজানিয়া থেকে ভারতের রাজধানী দিল্লিতে ফিরে তিনি ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতে ওমিক্রনে আক্রান্ত পঞ্চম রোগী তিনি। এর আগে গুজরাট, কর্নাটক ও মহারাষ্ট্রের মুম্বাইয়ে মোট ৪ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
রোববার সকালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, তানজানিয়া থেকে বিমানে রাজধানী দিল্লিতে ফিরেছিলেন ওই ব্যক্তি। এরপরই কোভিড পরীক্ষায় তার শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। পরে তাকে দিল্লির লোক নায়ক জয় প্রকাশ (এলএনজিপি) হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শনিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। ৩৩ বছর বছর বয়সী ওই ব্যক্তি মহারাষ্ট্রের ডোম্বিবলীর বাসিন্দা। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই ও দিল্লি হয়ে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে কোভিড পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই রোববার ভারতে বেড়েছে করোনায় নতুন সংক্রণের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। এছাড়া একই সময়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৯৬ জন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানি সম্পর্কিত তথ্য সংশোধনের কারণে দেশটির বিহার রাজ্যে এদিন কোভিড মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৬ জনে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়ও ২৬৩ জনের মৃত্যুর ‘ব্যাকলগ ক্লিয়ার’ করা হয়েছে। ভারতে এখন মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ১৫৫ জন।
বিএসডি/এলএল