বিজনেস ডেস্ক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। সূচক কমলেও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে।
সোমবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। বেলা ১১টা ৩০ মিনিটে ২০ হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করছে সূচক।
বিএসডি/এসএফ