বর্তমান সময় ডেস্ক:
মাত্র ১০ দিন আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দফতর নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছিল। সেই কাজ শেষ হওয়ার মাত্র একদিন আগেই পদত্যাগে বাধ্য হন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
আজ মঙ্গলবার প্রতিমন্ত্রীর দপ্তরে গিয়ে দেখা যায়, নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। কাজ প্রায় শেষের দিকে। ১০-১২ দিন আগে কক্ষটি নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছিল। আজকের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন কর্মরত শ্রমিকরা।
এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কয়েকদিন আগে কক্ষটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘সুন্দরভাবে কাজটি কর। আর কতদিন থাকি না থাকি জানি না।’
এর আগে অশালীন, শিষ্টাচার বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীকে আজকের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, প্রসঙ্গত, ডা. মো. মুরাদ হাসানকে ২০১৯ সালে সরকার গঠনের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে ৫ মাসের মাথায় ওই বছরের ১৯ মে তার দফতর পরিবর্তন করে তথ্য প্রতিমন্ত্রী করা হয়। তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ি উপজেলা) আসনের সাংসদ। তার বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বিএসডি/ এলএল