নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজার সংকট নিয়ে বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পুঁজিবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে অর্থ মন্ত্রণালয়ের এ বৈঠকের খবরে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ৭০ পয়েন্ট বেড়ে ৭০৪৮ পয়েন্টে উঠে এসেছে। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৈঠকে অমীমাংসিত কয়েকটি ইস্যুতে আমরা সমাধানে পৌঁছতে পারব।’ গতকালের বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, এনবিআর, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মনোনীত প্রতিনিধিসহ অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব বিষয় আলোচনা হয়েছিল তার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে কথা হয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট গণনা পদ্ধতি আর বন্ডে বিনিয়োগ এ সীমার বাইরে থাকা না থাকা, পুঁজিবাজার উন্নয়নে বিশেষ তহবিল গঠনসহ বেশ কয়েকটি বিষয়ে মতবিরোধ রয়েছে। এসব বিষয়ে মীমাংসার জন্যই ধারাবাহিকভাবে আলোচনা চলছে বলে জানা গেছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৬৯টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৪৩ কোটি ৯১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। ৩ টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৭০ টাকা ২০ পয়সা। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়ান ব্যাংকের ১০০ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল জিএসপি ফাইন্যান্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬১টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিএসডি /আইপি