চট্টগ্রাম কারা হাসপাতালের চিকিৎসক শামীম রেজা জানান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে বন্দীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বন্দীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার খবরে খুশি স্বজনেরাও। বন্দী মফিজুল ইসলাম দুই বছর ধরে কারাবন্দী। তাঁর স্ত্রী কুলসুমা বেগম বলেন, পরিবারের সবাই টিকা নিয়েছেন। তাঁর স্বামী কারাগারে থাকায় টিকা নিতে পারেননি।
উল্লেখ্য, করোনা সংক্রমন এড়াতে গত বছরের এপ্রিল থেকে চট্টগ্রাম কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে বন্দীদের কারা কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতর থেকে স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ রয়েছে।
বিএসডি/ এলএল