স্পোর্টস ডেস্ক:
মনোজ্ঞ এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল চতুর্থ বঙ্গবন্ধু জাতীয় ফেন্সিং টুর্নামেন্টের। গতকাল বুধবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতাটির উদ্বোধন করেন এর প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ন্যাশনাল ডিফেন্স স্টাফ কলেজের সাবেক কমান্ড্যান্ট ও বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লে. জে. খালেদ মামুন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক এস. এম. রুহল আমিন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামস উল ইসলামসহ বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতি ব্যক্তিত্বরাও।
২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসেও দেশকে সোনা এনে দিয়েছে এই ডিসিপ্লিন। এখান থেকে খেলাটাকে আরও উন্নত করার তীব্র ইচ্ছা প্রকাশ করেন বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান। এর মাধ্যমে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি মর্যাদা এনে দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। এজন্যে তিনি সবার সহযোগিতাও কামনা করেন দু’জনে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টুর্নামেন্টের আয়োজকদের প্রশংসা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাপক আর্থ-সামাজিক প্রবৃদ্ধি করেছে। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ খেলাধুলায়ও আরও বেশি উন্নতি লাভ করবে এবং সরকার ক্রীড়া সংস্থাগুলিকে এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন। এরপর অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে স্মারক তুলে দেন সাউথ এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী ফাতেমা মুজিব।
/এসএফ/