জেষ্ঠ প্রতিবেদক:
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাবের একটি আভিযানী দল রাজধানীর কোতয়ালী থানা এলাকায় (৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় দিকে অভিযান চালিয়ে সাত লক্ষ টাকা মূল্যের ২০ হাজার সাতশত চৌত্রিশ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহদেব ব্রাহ্মন (৫০) । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। সে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিএসডি/ এলএল