জ্যেষ্ঠ প্রতিবেদক:
দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা অলিম্পিক অ্যাসোসিয়েশনে শাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেতার পথে। কোনো পদেই পদের বেশি মনোনয়ন জমা পড়েনি।
১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার না করলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন। গত মেয়াদে সহ-সভাপতি, সদস্য, কোষাধ্যক্ষ পদে নির্বাচন হয়েছিল। এবার কোনো পদেই ভোটাভুটি হচ্ছে না। ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরি দুইটি মনোনয়ন পত্র নিয়েও জমা দেননি। নির্বাচন কমিশনে আজ ৩৩ টি মনোনয়ন ফরম জমা পড়েছে। বিওএ কার্যনির্বাহী কমিটির মোট পদ ৩৭ টি।
বিদ্যমান কমিটি থেকে আসন্ন কমিটিতে কয়েকজন বাদ পড়েছেন আবার কয়েকজন নতুন এসেছেন। বিশেষ করে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বিওএ’র কোষাধ্যক্ষ ছিলেন। এবার তিনি কমিটিতে নেই। তার জায়গায় কোষাধ্যক্ষ হয়েছেন বিওএ’র গত কমিটির সদস্য এবং বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার।
উপ মহাসচিব পদে এসেছে একটি নতুন মুখ। শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু এবার বিওএ’র উপমহাসচিব হয়েছেন। তার সঙ্গে রয়েছেন গত কমিটির আশিকুর রহমান মিকু ও শেখ নজীব আহমেদ। সহ-সভাপতি পদে গত কমিটির তিন পুরনো মুখ অঞ্জন চৌধুরি পিন্টু, শেখ বশির আহমেদ মামুন, মাহাবুব আরা বেগম গিনির সঙ্গে নতুন দুই মুখ কাজী নাবিল আহমেদ ও মাইনুল ইসলাম। তারা বাদল রায় ও নাজিমউদ্দিন চৌধুরির স্থলাষিভিক্ত হয়েছেন।
২৩ সদস্য পদে এসেছে কিছু পরিবর্তন। এবার সদস্য পদে সবচয়ে বড় চমক বর্তমান কমিটির উপ মহাসচিব আসাদুজ্জামান কোহিনূর। বিদ্যমান কমিটিতে এক ফেডারেশন থেকে দু’জন করে ছিলেন এমন সংখ্যা ছিল কয়েকটি। এবার সেই সংখ্যা মাত্র একটি।
শুধুমাত্র ফুটবল ফেডারেশন থেকে দুই জন প্রতিনিধি এবার অলিম্পিকের কমিটিতে। গত কমিটিতে ফুটবল থেকে সদস্য থাকা শওকত আলী খান জাহাঙ্গীরের স্থলাষিভিক্ত হচ্ছেন মহিউদ্দিন আহমেদ মহী। এছাড়া গত কমিটিতে আহমেদুর রহমান বাবলু, নুরুল ফজল বুলবুল এক ফেডারেশনের এক পদ নীতিতে বাদ পড়েছেন।
বর্তমান কমিটি থেকে বাদ পড়াদের তালিকায় আছেন রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী খোরশেদ, হকির আব্দুস সাদেক, জুডোর সেলিম,বক্সিং ফেডারেশনের এমএ কুদ্দুস। তাদের স্থলাষিভিক্ত হয়েছেন হকি থেকে জাকি আহমেদ রিপন, টেবিল টেনিস থেকে খন্দকার হাসান মুনীর, ভারত্তোলন থেকে নজরুল,জুডো থেকে কামরুন নাহার হিরু,বক্সিং থেকে মাজহারুল ইসলাম তুহিন।
গত কমিটির মতো এই কমিটিতেও সদস্য হিসেবে আছেন তারা হলেন সাতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আমির হোসেন বাহার, টেনিসের আলী দ্বীন, অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ন,তায়কোয়ান্দোর মাহমুদুল ইসলাম রানা। এবারের কমিটিতে অন্যতম চমক সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফারের অর্ন্তভূক্তি। তিনি সাইক্লিং থেকে এসেছেন।
নন অলিম্পিক ডিসিপ্লিনের মধ্যে গত দুই মেয়াদে কোটা ছিল ক্রিকেট ও দাবার। এবার কাবাডি থেকে কোটায় সদস্য হয়েছেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। যিনি পুরো কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। অন্য দিকে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিওএ’তে প্রথমবারের মতো এসেছেন বিভাগীয় কোটায়। এই কোটায় বিদ্যমান কমিটির অন্য দুই সদস্য সিরাজউদ্দিন আলমগীর ও মোর্ত্তজা রশিদী দারা স্বপদে বহাল রয়েছেন।
বিওএ কার্যনির্বাহী কমিটি ৩৭ সদস্যের। এই ৩৭ সদস্যের মধ্যে তিনটি সদস্য পদ অনেক সময় ফাকা থাকে। সাধারণত ৩৪ জনের কমিটি হয় বিওএ’র এবার। মনোনয়ন পড়েছে ৩৩ টি। সদস্য একটি কম জমা পড়েছে এবার।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের রেওয়াজ অনুযায়ী সেনাবাহিনী প্রধান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হন। নির্বাচনী প্রক্রিয়ায় তিনি সভাপতি নির্বাচিত হন। এবার বিওএ সভাপতি নির্বাচিত হচ্ছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,সেনা প্রধান।
আসন্ন নির্বাচনে বিওএ কমিটি
সভাপতি : জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,সেনা প্রধান
সহ-সভাপতি : অঞ্জন চৌধুরি পিন্টু, শেখ বশির আহমেদ (মামুন),মাহবুব আরা বেগম গিনি,কাজী নাবিল আহমেদ, লে.জেনারেল মাইনুল ইসলাম
মহাসচিব: সৈয়দ শাহেদ রেজা
উপ-মহাসচিব: ইন্তেখাবুল হামিদ,আশিকুর রহমান মিকু, নজীব আহমেদ।
কোষাধ্যক্ষ: একে সরকার
সদস্য: আসাদুজ্জামান কোহিনূর, এমবি সাইফ, অ্যাডভোকেট আব্দুর রকিব, মাজহারুল ইসলাম তুহিন, কামরুন নাহার হিরু,খোন্দকার হাসান মুনীর, আমির হোসেন বাহার, তাবিউর রহমান,আব্দুল গাফফার, মহিউদ্দিন আহমেদ মহী,মাজহারুল ইসলাম তুহিন, জাকি আহমেদ রিপন,মাহমুদুল ইসলাম রানা, নজরুল ইসলাম, এস এম সোহাগ,সিরাজউদ্দিন আলমগীর,হাবিবুর রহমান,মোর্ত্তজা রশিদী দ্বারা, নেইলি,ডাঃ শামীম মতিন চৌধুরি, মোশাররফ হোসেন মোল্লা, শাহ আলম সরদার।
বিএসডি/এসএফ