ভিয়েতনামের দুটি বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। এই নির্দেশের ফলে দেশটিতে প্রবেশের প্রধান দুটি আন্তর্জাতিক ফ্লাইটের গেটওয়ে বলে পরিচিত হো চি মিন সিটি এবং হ্যানয়ে কমপক্ষে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন এ দেশটিতে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে সংক্রমণ। এর প্রেক্ষিতে দেশটির বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষ (সিএএভি) এ ঘোষণা দিয়েছে ৩১ শে মে। এ খবর দিয়েছে অনলাইন ফ্লাইট গ্লোবাল। এতে বলা হয়েছে, হ্যানয়ে অবস্থিত নোই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ১লা থেকে ৭ই জুন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ফ্লাইট অবতরণ করতে পারবে না। একই নির্দেশ দেয়া হয়েছে হো চি মিন শহরের তান সন নাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্যও। সেখানে এই নিষেধাজ্ঞা ১০ দিনের জন্য বাড়িয়ে ১৪ই জুন পর্যন্ত করা হয়েছে। সিএএভি ২৭ শে মে একটি নোটিশ ইস্যু করেছে।
তাতে ২৭ শে মে থেকে ৪ঠা জুন পর্যন্ত হো চি মিন শহরে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ স্থগিত ঘোষণা করা হয়। এর আগে এ দুটি শহরে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটের বিমান চলাচল জানুয়ারি থেকে মে পর্যন্ত স্বাভাবিক ছিল। এ সময়ে প্রতি মাসে হ্যানয় থেকে পরিচালিত হয়েছে ৪৮০০ থেকে ৫৪০০ ফ্লাইট। অন্যদিকে জানুয়ারি থেকে এপ্রিল সময়ের মধ্যে প্রতি মাসে হো চি মিন শহরে পরিচালিত হয়েছে ৭২০০ থেকে ৮২০০ টি ফ্লাইট। মে মাসে সেখানে পরিচালিত হয়েছে ৬৭০০ টি ফ্লাইট। ভিয়েতনাম ২০২০ সালের পুরোটা সময় করোনা ব্যাপকভাবে নিয়ন্ত্রণে সক্ষম হলেও সেখানে এপ্রিলের শেষের দিকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যাচ্ছে। ২৫ শে মে সেখানে একদিনে সর্বোচ্চ ৪৪৭ জন আক্রান্ত হয়েছেন। ২৯ শে মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সতর্কতা দেয়া হয়। বলা হয়, তারা করোনা ভাইরাসের একটি নতুন হাইব্রিড ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে। এটি ভারত ও বৃটিশ ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি নতুন ভ্যারিয়েন্ট।