নিজস্ব প্রতিবেদক:
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, গুণীজনদের স্বীকৃতি দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাকাল নাট্য সম্প্রদায় দায়িত্বশীলতার জায়গা থেকে তাদের সম্মাননা জানিয়ে আসছে। এ নাট্যদল প্রতিবছর নিয়মিত নাট্যোৎসব আয়োজন করে আসছে। এমন উৎসব আমাদের অনুপ্রাণিত করে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব-২০২১ উপলক্ষে সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের ৫০ বছরে সংস্কৃতিচর্চা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে নিয়মিত গবেষণা ও প্রসারে ভূমিকা রেখে চলেছে, এমন নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো, মুক্তিযুদ্ধ জাদুঘর, সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা, থিয়েটার পত্রিকা, উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভস।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে ডা. সারওয়ার আলী, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পক্ষে শিল্পী আবুল বারক আলভী, উদীচীর পক্ষে জামশেদ আনোয়ার তপন, ছায়ানটের পক্ষে লাইসা আহমেদ লিসা, থিয়েটার আর্কাইভসের পক্ষে ড. বাবুল বিশ্বাস, থিয়েটার পত্রিকার পক্ষে খুরশীদ আলম, সিরাজগঞ্জ উত্তরণের পক্ষে মুক্তিযোদ্ধা রাহিলা বেগম ও আসিফা চৌধুরী, গ্রাম থিয়েটারের পক্ষে কামরুল হাসান সম্মাননা নেন।
বিএসডি /আইপি