নিজস্ব প্রতিবেদক:
পূর্ব ঘোষণা অনুযায়ী রামপুরা ব্রিজে আবারও অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও হাফ পাসসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একত্মতা প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও শ্রমিকরা।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টা থেকে রামপুরা ব্রিজের ফুটপাতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এছাড়া আরও উপস্থিত আছেন শিক্ষকদের পক্ষ থেকে নাজনীন আক্তার শারমিন ও পরিবহন চালকদের পক্ষে রফিকুল ইসলাম রফিকসহ অভিভাবক শাকিল আহমেদ।
অন্যান্য বারের মতো মানববন্ধনে নেতৃত্ব দিচ্ছেন খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া।
বিএসডি/এসএফ