বর্তমান সময় ডেস্ক
চট্টগ্রাম বন্দর দিয়ে সুতার ঘোষণা দিয়ে আনা ৯.৮৬ টন কেমিক্যাল জাতীয় পণ্য জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ২৫ টন পলেস্টার আনার ঘোষণা দিয়েছিল ময়মনসিংহ ভালুকার প্রতিষ্ঠান পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শনিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার শরফুদ্দীন মিয়া।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এআইআর কর্মকর্তারা পণ্যচালানটি খালাসের সময় কনটেইনারটির সামনে উপস্থিত হন। পরে কনটেইনারটিতে মিথ্যা ঘোষণায় আমদানি করা কেমিক্যাল জাতীয় পণ্য রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন। এরপরে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি লক করা হয়।
তারপর ৯ ডিসেম্বর সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে কন্টেইনারটি কিপ ডাউন করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষার সময় শতভাগ পলিস্টার সুতার পরিবর্তে ২৪৭ বস্তা কেমিক্যাল জাতীয় পণ্য পাওয়া যায়। যার নিট ওজন ৯.৮৬ টন।
তিনি আরও বলেন, রাসায়নিক পণ্যগুলো ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পণ্যটি সম্পর্কে বিস্তারিত বলা যাবে ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকার প্রতিষ্ঠান পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩৫ লাখ ৬৪ হাজার ৯৭১ টাকার ২৫ টন পলিস্টার সুতা আমদানির ঘোষণা দিয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণা দিয়ে ৯ টন ওজনের ২৪৭ বস্তা কেমিক্যাল পণ্য নিয়ে আসে। চালানটি খালাসের দায়িত্বে ছিল প্রতিষ্ঠানের মনোনীত আগ্রাবাদের সিঅ্যান্ডএফ এজেন্ট রাসেল গার্মেন্টস।
বিএসডি/এসএ