চট্টগ্রামের মিরসরাই ও নগরীর ষোলশহর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) ভোরে ও শনিবার (১১ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিরসরাইয়ে নিজামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপ ভ্যানের চালক নিহত ও চালকের সহকারী আহত হয়েছেন। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।।
তিনি বলেন, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়করে নিজামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত ও চালকের সহকারী আহত হয়েছেন। এ ঘটনায় আহত চালকের সহকারীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতের নামপরিচয় জানা যায়নি।
এদিকে, শনিবার রাতে চট্টগ্রামের ষোলশহর বেবি সুপার মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় আবদুল কুদ্দুস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বেবি সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় লেগুনা ওই পথচারীকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল কুদ্দুসের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে। লেগুনাটি জব্দ করা হয়েছে।