চট্টগ্রামে দোকানের ভেতর থেকে এক মুদি দোকানদারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আজম (২৮)। আজ বুধবার সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকার একটি দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে কী কারণে আজমকে হত্যা করা হয়েছে, তা বলতে পারছে না পুলিশ।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, এক সপ্তাহ আগে আজমের বিয়ে ঠিক হয়েছিল। বাড়ির পাশের দোকানে রাতে থাকতেন আজম। আজ বুধবার সকালে দোকান না খোলায় পার্শ্ববর্তী এক দোকানদার তাঁকে ডাকতে থাকেন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তাঁর পরিবারে খবর দেওয়া হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ সকালে বলেন, দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা না খোলায় দোকানের টিনের চাল কেটে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজমের সঙ্গে থাকা মুঠোফোন, দোকানের জিনিসপত্র ও ক্যাশবক্স সব ঠিক আছে। সেখানে থাকা টাকা লুট হয়নি। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন আছে। তাঁকে গলা কেটে হত্যা করা হয়। বিষয়টি রহস্যজনক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আকবর সাংবাদিকদের বলেন, জানামতে আজমের সঙ্গে কারও শত্রুতা নেই। কেন এ ঘটনা, তা বের করা উচিত।
পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।