কুমিল্লার মুরাদনগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার টনকী ইউনিয়নের পশ্চিম পাড়া বড় বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ টনকী এলাকার প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে। সে স্থানীয় স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করতো।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, নিহতের বাবা ইব্রাহিম মিয়া প্রবাসে থাকেন। বড় ছেলে মুজাহিদকে বাসায় রেখে তার ‘মা’ ছোট ভাই-বোনদের নিয়ে মামার বাড়ি বেড়াতে যান। শনিবার দিবাগত রাতে তাদের ঘরে আগুন দেখা যায়। এসময় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর আগেই ঘরে মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। একটু দেরি হলে পাশের ঘরগুলোও সব পুড়ে যেত। এসময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিশেক দাশ বলেন, আমি ও বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করি। জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের লাশ দাফন সম্পন্ন করতে পরিবারকে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।
বিএসডি/ এলএল