জ্যেষ্ঠ প্রতিবেদক:
স্বাধীনতা কাপে চমক দেখিয়েছে পুলিশ ফুটবল ক্লাব। শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে তারা পৌঁছে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে। পেনাল্টি পেয়েও ম্যাচে সমতা আনতে পারেনি শেখ রাসেল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় পুলিশ ফুটবল ক্লাব । গোল করেন আমির উদ্দিন শারিফী। ম্যাচে ফেরার দারুণ একটা সুযোগ পেয়েছিল শেখ রাসেল। ২৪ মিনিটে হেমন্তের কর্নার থেকে একদম ফাঁকা পোস্ট পেয়ে গিয়েছিলেন মানিক মোল্লা। কিন্তু কাজে লাগাতে পারেননি।
২৬ মিনিটে লিডটা ২-০ করতে পারত পুলিশ ফুটবল ক্লাব। ফ্রি-কিক থেকে ড্যানিলো একদম গোলমুখে থেকেও বল জালে জড়াতে পারেননি। ৩৯ মিনিটে নিশ্চিত এক গোল মিস করেছে শেখ রাসেল এটা বলা যায়। খালেকুজ্জামানের ক্রস থেকে মান্নাফ রাবি বলে পা ছোঁয়াতে পারলেই হয়তো জালের ঠিকানা খুঁজে পেত।
৪২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পুলিশ ফুটবল ক্লাব। শেখ রাসেলের হেমন্তকে ঘাড়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন মোনায়েম খান রাজু।
ম্যাচের ৫২ মিনিটে জয়ন্ত বক্সের ভেতর হেমন্তকে ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি ব্রাজিলিয়ান এইলটন মাশাদো। ডান দিকের ঝাঁপিয়ে বল জালে জড়াতে দেননি পুলিশের গোলকিপার নেহাল। ৬২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় শেখ রাসেলও।
ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হেমন্ত ভিনসেন্ট। দুই দলই ১০ জন নিয়ে খেলতে থাকে। এরপর আর কেউ জালের ঠিকানা খুঁজে না পেলে শেখ রাসেলকে হতাশায় ডুবিয়ে শেষ চারে পৌঁছে যায় পুলিশ ফুটবল ক্লাব।
বিএসডি/এসএফ