আন্তর্জাতিক ডেস্ক:
শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোর ক্ষতিগ্রস্ত মানুষকে জরুরি মানবিক সহায়তা দিতে চায় চীন। সোমবার চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার মুখপাত্র জু ওয়েই বেইজিংয়ের এই আগ্রহের কথা জানিয়েছেন।
এর আগে, শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় ছয়টি রাজ্যে অন্তত ৩০টি শক্তিশালী টর্নেডো আঘাত হানে। আরকানসাস, মিসিসিপি, ইলিনয়স, কেনটাকি, চেনেসি এবং মিসৌরির ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে শতাধিক মানুষের প্রাণহানি এবং শত শত বাড়িঘর ধ্বংস হয়ে যায়। বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এসব রাজ্যে।
সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে চীন।
তিনি বলেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাড়াতাড়ি তাদের বাড়িঘর মেরামত করবেন বলে আশা করছে বেইজিং।
শুক্রবার রাতে আঘাত হানা টর্নেডোকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, দুর্যোগপীড়িত মানুষকে সহায়তা করতে সম্ভব সবকিছুই করবে তার সরকার।
টর্নেডোর পর ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল ইমারজেন্সি ডিজাস্টার ডিক্লারেশনে স্বাক্ষর করেছেন। এর ফলে রাজ্যগুলোতে অর্থ ছাড় করতে পারবে কেন্দ্রীয় সরকার। টর্নেডোর আঘাতে কেনটাকি অঙ্গরাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাজ্যে কমপক্ষে ৭০ জনের প্রাণহানি ঘটেছে।
সূত্র: সিজিটিএন।
বিএসডি/ এলএল