আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় আমিরাতকে আর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দেবে না ইসরাইল।এর আগে আরব এ দেশটির কাছে আয়রন ডোম বিক্রি করতে সম্মত হয়েছিল ইহুদিবাদী এ দেশটি।
ইসরাইলের কয়েকটি দৈনিক সম্প্রতি এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, ঈশ্বরের গুলতি হিসেবে ইসরাইলিদের কাছে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা আয়রন ডোম কিনতে চেয়েছিল আমিরাত।
ইসরাইল হাইয়োম নামে ইহুদিবাদী দেশটির একটি পত্রিকার প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ইরানকে নিজেদের জল, স্থল ও আকাশপথ ব্যবহারের অনুমোতি দেওয়ায় আমিরাতের ওপর চটেছে তেলআবিব।
এ কারণেই বিলিয়ন ডলারের এ আয়রন ডোম পাচ্ছে না আমিরাত। ইসরাইলের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য করায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।
সূত্র:আরব নিউজের।
বিএসডি / এলএল