বর্তমান সময় ডেস্ক
জাতিসংঘের ‘নির্দিষ্ট প্রচলিত অস্ত্র চুক্তির’ ষষ্ঠ পর্যালোচনা সম্মেলনে সামরিক খাতে এআই প্রযুক্তির সুশৃঙ্খল প্রয়োগের আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘকে সামরিক খাতে এআই প্রযুক্তির প্রয়োগ নিয়ন্ত্রণের আহ্বানও জানিয়েছে দেশটি।
এ সম্পর্কে চীনা মুখপাত্র ওয়ান ওয়েন বিন গতকাল (মঙ্গলবার) এক নিয়মিত সাংবাদ সম্মেলনে বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান-প্রযুক্তির নতুন এক বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে। এআই প্রযুক্তি মানবজাতির জীবনযাপনের বিভিন্ন খাতে ব্যবহার করা হচ্ছে। তবে এই প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে তার নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জের ওপরও গুরুত্ব দিতে হবে। তাই সামরিক খাতে এর সুশৃঙ্খল ব্যবহার ও ঝুঁকি প্রতিরোধের ব্যবস্থা নিয়ে নিরাপদ, নির্ভরশীল উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সামরিক খাতে এআই প্রযুক্তির ব্যবহারে যত ঝুঁকি ও চ্যালেঞ্জ আছে তা মোকাবিলায় সব পক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে রাজি আছে চীন। একইসঙ্গে এআই প্রযুক্তির ব্যবহারে সব দেশ যাতে লাভবান হয় সেটিও চায় চীন।
শান্তিরক্ষী ও বহুপক্ষবাদের সমর্থক হিসেবে চীন বিভিন্ন পক্ষের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, এআই প্রযুক্তির সামরিক প্রয়োগের চ্যালেঞ্জ মোকাবিলা করে এ প্রযুক্তিকে আরও বেশি দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে বলে আশা করে বেইজিং।
সূত্র : সিআরআই।