নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভিডিওকলের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সেবাঘর’ ১৬ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবার সুবিধা দিচ্ছে।
১৬ ডিসেম্বর থেকে পরবর্তী ১৬ দিন সেবাঘর অ্যাপের মাধ্যমে যে কেউ এ সেবা নিতে পারবেন। দেশবরেণ্য ও অভিজ্ঞ চিকিৎসকরা ২৪ ঘণ্টা ভিডিওকলের মাধ্যমে সেবা দেবেন।
১৬ ডিসেম্বর থেকে পরবর্তী ১৬ দিন মেডিসিন, শিশুরোগ, চর্ম ও যৌন, প্রসূতি ও গাইনি এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা পাবেন।
এ জন্য প্লে স্টোর থেকে (https://sotly.me/sebaghar) সেবাঘর অ্যাপ ইনস্টল করে সহজেই যে কেউ এসব সেবা নিতে পারবেন। রোগী ও ডাক্তার উভয়ে তাদের পছন্দসই সময়ে অ্যাপয়েন্ট নিতে পারবেন। এ জন্য সেবাঘর অ্যাপ নতুনভাবে সাজানো হয়েছে।
এ ব্যাপারে সেবাঘরের সিইও তানজীল আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি আমরা। আমরা চাইছি ইন্টারনেট ব্যবহার করে সহজেই ঘরে ঘরে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। যেন প্রত্যন্ত গ্রামের মানুষ কিংবা কর্মব্যস্ত মানুষও সহজেই বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন।
তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার করে স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ থেকে সহজতর করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেবাঘরের প্রায় দেড় সহস্রাধিক রেজিস্টার্ড ডাক্তার, বেশ কয়েকটি দেশি বিদেশি ডায়াগনস্টিক সেন্টার ও প্রশিক্ষিত নার্সরা। প্রয়োজনে হোম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে সেবাঘর অ্যাপে।
বিএসডি/এসএফ