আন্তর্জাতিক ডেস্ক:
নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) থেকে অন্তত পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সোনার অলঙ্কার তাদের কাছে পাওয়া যাওয়ায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা।
ওই পাঁচ বাংলাদেশির কাছ থেকে এক কেজি ৩১১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কার্যালয় বলছে, গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন—তৌহিদুল তানবীর (৩০), মো. ইউনুস আলী, শোভন তালুকদার (৫০), মো. মিরাজুল (৩৭), জাহিদুল ইসলাম (২৫)।
বিমানবন্দরের মাধ্যমে সোনা পাচারের চেষ্টার সময় নিরাপত্তা তল্লাশিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পুলিশ তৌহিদুল ইসলামের কাছে ২১৬ গ্রাম, ইউনুসের কাছে ২৩৩ গ্রাম এবং শোভনের কাছে ১০০ গ্রাম অলঙ্কার পেয়েছে। এছাড়া জাহিদুল এবং মিরাজুলের কাছে যথাক্রমে ৩৩২ গ্রাম এবং ৪৩০ গ্রাম অলঙ্কার পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হিমালয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য টিআইএ কাস্টমস অফিসে পাঠানো হয়েছে।
সূত্র:মাই রিপাবলিকার
বিএসডি/ এলএল