আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অবিশ্বাস্য হারে ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ পর্যন্ত বিশ্বের ৭৭টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি হয়তো আরও অনেক দেশেই ছড়িয়েছে, যা এখনো শনাক্ত হয়নি।’ তিনি বলেন, ‘এই ভ্যারিয়েন্ট ঠেকাতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, তা করা হচ্ছে না।’ এজন্য তিনি উদ্বিগ্ন বলেও জানিয়েছেন।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘শুরুতে এ ভাইরাসকে আমরা একেবারেই গুরুত্ব দেইনি, এখন এসে তা বুঝতে পারছি। ওমিক্রন গুরুতর রোগের কারণ না হলেও, আক্রান্তের যে ঊর্ধ্বগতি তাতে পুরো পৃথিবীর অপ্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থা আবারো বেকায়দায় পড়তে পারে।’
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয় এবং দেশটিতে এখন পর্যন্ত এ ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েই চলেছে।
সূত্র: বিবিসি
বিএসডি/ এলএল