স্পোর্টস ডেস্ক:
ওয়ানডেতে বিরাট কোহলি খেলবেন না— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ভারতের ক্রিকেট পাড়ায়। তবে সেটি যে শুধু গুঞ্জন তা জানিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের এক মুখপাত্র।
বিসিসিআইয়ের শীর্ষ এক সদস্য সংবাদ মাধ্যমকে জানান, ওয়ানডেতে বিরাটের না খেলা নিয়ে যে খবর ছড়িয়েছে, তার সত্যতা নেই। সে পুরোপুরি দলের জন্য নিবেদিত এক ক্রিকেটার। তার অংশগ্রহণ নিয়ে কোনো প্রকারের সন্দেহ নেই।
মূলত চোটের কারণে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মার টেস্ট খেলা হচ্ছে না। এর পরই মূলত গুজব ছড়িয়ে পড়ে কোহলি নাকি নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়ানডে সিরিজ থেকে। এ জন্য তিনি নাকি ক্রিকেট বোর্ডকে চিঠিও দেন।
তবে ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
বেশ কিছু সূত্র ধরে ক্রিকবাজ জানাচ্ছে, ওয়ানডে সিরিজে ঠিকই মিলবে কোহলির দেখা।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ওয়েনডের দায়িত্বও হারান কোহলি। তবে টেস্টে তিনি এখনও দলের অধিনায়ক।
ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় কোহলি খুশি নন—এমন খবর ছড়িয়ে পড়েছিল। এর পর থেকে কোহলি-রোহিতের মধ্যে দ্বন্দ্বও খুঁজে বের করার চেষ্টা করেছেন অনেকে। তাদের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও ছিলেন।তবে এবার কোহলির ওয়ানডে খেলার খবরে আপাতত গুঞ্জনের আগুনে পানি পড়ল বৈকি।