বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সহিংসতার ঘটনায় বাড়ি ছাড়া শতাধিক আওয়ামীলীগ নেতা-কর্মীরা আজও বাড়ি ফিরতে পারেনি। বুধবার দুপুরে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিয়েছেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত বাগআচড়া ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় ইউনিয়নের ১০ গ্রামে হামলা,ভাংচুর ও লুটপাট করা হয়। বাড়ি ছাড়া করা হয় ৩ শতাধিক নেতা কর্মীদের। নৌকার প্রার্থী বাগআচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইলিয়াস কবির বকুল ভোটের পর থেকেই প্রাণভয়ে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন ।
শার্শা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক অভিযোগ করে বলেন, বিরোধী প্রার্থী আব্দুল খালেকের ইন্ধনে তার সমর্থকরা প্রকাশ্যে নৌকা প্রার্থীর সমর্থক আওয়ামীলীগ নেতা-কর্মীদের বাড়ি ঘরে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটনায়।
ক্ষতিগ্রস্তদের দাবি নৌকার সমর্থক হওয়ার কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে। অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী। পুলিশ যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে সেসব স্থান পরিদর্শন করেছে।
শেখ আফিল উদ্দিন জানান, আওয়ামীলীগের যেসব নেতাকর্মীরা নৌকায় ভোট দিয়ে বাড়ি ছাড়া হয়েছে তাদের নিরাপওা দেয়া হবে । ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
বিএসডি/ এলএল