বিনোদন ডেস্ক :
রাজকীয় ঢংয়ে শেষ হলো ভিকি-ক্যাটের বিয়ের আয়োজন। ইতোমধ্যে হানিমুন সেরে তারা ফিরে এসেছেন মুম্বাইতে। আয়োজন শেষ হলেও তাদের বিয়ের খুঁটিনাটি নিয়ে এখনও আলোচনা থেমে নেই। বিয়েতে আলাদা করে নজর কেড়েছে ক্যাটরিনার শাড়ি।
সব্যসাচী জানান, প্রায় ১৮০০ ঘণ্টা ধরে ক্যাটরিনার বিয়ের একটি পোশাক জিজাইন করা হয়েছে। এর পেছনে কাজ করেছেন ৪০ জন বাঙালি কারিগর। মসলিন কাপড়ের তৈরি সেই শাড়ির পুরো সুতোর কাজটাই হাতে করা। বুনেছেন বাংলার শিল্পীরাই।
শাড়ির সঙ্গে মানানসই হিরার গয়নাও সব্যসাচীর তৈরি করা।
৯ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর।
বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা।
ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা।
অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির ছিলেন এই রাজকীয় বিয়ের আসরে।
বিএসডি/জেজে