ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল খান ক্যানসারে মারা গেছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অধ্যাপক মো. জামাল খান ক্যানসারে আক্রান্ত ছিলেন। একমাস ধরে তিনি ল্যাবএইড হাসাপাতালে ভর্তি। শেষের দিকে অবস্থা খুব খারাপ হলে অধ্যাপক জামাল খানকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান তিনি।
এদিকে জামাল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এক শোকবাণীতে উপাচার্য বলেন, মো. জামাল খান ছিলেন প্রগতিশীল চিন্তা-চেতনার একজন মেধাবী শিক্ষক ও গবেষক। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ভূগোল ও পরিবেশ বিষয়ক শিক্ষা প্রসারে ও মৌলিক গবেষণায় এই শিক্ষকের অনেক অবদান রয়েছে।
বিএসডি/এসএফ