বিনোদন ডেস্ক:
টম ক্রুজকে বলা হয় ‘চিরসবুজ’। ৫৯ বছর বয়সেও তিনি ‘তরুণ।’ একের পর এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দেন প্রতিনিয়ত। তার ফিটনেস অনেকের কাছেই ঈর্ষণীয়। তবে সম্প্রতি একদম অন্যরকম লুকে ক্যামেরায় ধরা দিলেন টম ক্রুজ।
সম্প্রতি এক বেসবল ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন টম ক্রুজ। সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম দেখায় তাকে চেনাই দায়। ওজন বেড়েছে অনেক। চেহারাতেও বয়সের ছাপ।
টুইটারে এখন ‘ট্রেন্ডিং’-এ টম ক্রুজ। কীভাবে এতটা ওজন বাড়ল সেটা নিয়ে চলছে ভক্তদের চর্চা। কারও মতে, নতুন কোনো ছবির জন্যই ওজন বাড়িয়েছেন অভিনেতা। কেউ আবার মনে করছেন, লকডাউনে বাড়িতে বসে বেড়েছে ওজন। এক ভক্ত তো মজা করে লিখেছেন, ‘টপ গান’ থেকে ‘টপ শেফ’ হয়ে গেছেন টম ক্রুজ।
‘টপ গান’ ও ‘মিশন ইমপসিবল’-এর পরবর্তী ছবিতে টমকে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। করোনা মহামারির জন্য দুটি ছবিরই মুক্তি পিছিয়েছে। ‘টপ গান: মাভেরিক’ মুক্তি পেতে পারে চলতি বছরের নভেম্বরে। ‘মিশন ইমপসিবল সেভেন’ প্রেক্ষাগৃহে আসবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।
বিএসডি/জেজে