নিজস্ব প্রতিবেদক:
মাহমুদ হোসেন এলাহী প্রকাশ বাচা (৪০) নামে এক প্রবাসীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. আবুল হাসেম নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ সময় মোহাম্মদ মোমেন এলাহী (৩৮) নামে নিহতের এক সহোদর গুরুতর আহত হন। নিহত প্রবাসী মাহমুদ হোসেন এলাহী পাঁচ মাস আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে এসেছিলেন।
গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালা বাদশাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত যুবক ওই এলাকার লতু মিয়ার ছেলে। বর্তমানে আহত মোমেন এলাহী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাণ্ডের ঘটনায় পুলিশ ওই যুবলীগ নেতা মো. আবুল হাসেম আটক করেছে। আটক আবুল হাসেম মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবুল হাসেমকে থানা পুলিশ আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।
নিহতের ভাই মো. মোহসেন বলেন, স্থানীয় কালা বাদশাপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার আর্থিক বিষয় সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে তার ভাইকে খুন করা হয়েছে। গত শুক্রবার রাতে বাড়ির পাশে একটি চায়ের দোকানে আমার দুই সহোদর মোমেন এলাহী ও মাহমুদ হোসেন এলাহী বসে ছিলেন। হঠাৎ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসেমের নেতৃত্বে একই এলাকার শফি মাস্টারের ছেলে সুমন, কাইয়ুম ও রাশেদসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে এবং দুই সহোদরের ওপর অর্তকিত হামলা করে। একপর্যায়ে চাপাতি দিয়ে তাদের কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করলে তারা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
বিএসডি/জেজে