স্পোর্টস ডেস্ক
পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোসের বাংলাদেশে আগমন জাতীয় দলের ফিটনেস কোচ হিসেবে। এখন তার মুল পরিচয় আবাহনীর কোচ। তিন বছরের বেশি সময় আবাহনীর দায়িত্বে এই পর্তুগিজ। তিনি এএফসি কাপের জোনাল সেমিফাইনালের প্লে অফে তুললেও আবাহনীকে ঘরোয়া পর্যায়ে কোনো ট্রফি জেতাতে পারেননি। স্বাধীনতা কাপ জিতিয়ে তাই কিছুটা নির্ভার ল্যামোস, ‘আমরা কয়েকটি প্রতিযোগিতায় শিরোপার কাছাকাছি থাকলেও জিততে পারেনি। অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া গেল।’
আবাহনীর অনেক ফুটবলারের শিরোপা জেতার অভিজ্ঞতা থাকলেও ল্যামোসের বাংলাদেশের এই অভিজ্ঞতা হলো আজ। তাই তাকে নিয়ে ফুটবলার কর্মকর্তাদের বাড়তি উন্মাদনা। তিনিও তার এই বিশেষ অর্জন ভাগাভাগি করেছেন দর্শকদের সঙ্গে।
মাস খানেক আগে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কায় শেষ মুহূর্তে ফাইনাল খেলা বঞ্চিত হন। আবাহনীর এই শিরোপা জয়ে সেই দুঃখ কিছুটা ভুলেছেন তিনি, ‘কিছু দিন আগে একটা ফাইনাল মিস হয়েছে। এবার ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে তৃপ্ত লাগছে।’
আবাহনীর জার্সিতে প্রথম গোল করেছেন উইঙ্গার রাকিব হোসেন। ফাইনালে প্রথম গোল করে দলকে বিজয়ের পথে রাখায় উচ্ছ্বসিত রাকিব, ‘আবাহনীতে এসেছিলাম শিরোপা জেতার চ্যালেঞ্জ নিয়ে। শিরোপা জেতায় ভালো লাগছে।’
আবাহনীর শিরোপা জয়ের পেছনে ভুমিকা রয়েছে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের। টানা দুই স্বাধীনতা কাপ জিতলেন দুই দলের হয়ে। শিরোপা জেতার দিনও মিডিয়ায় কথা বলেননি ড্যানিয়েল।
বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন ড্যানিয়েল কলিন্দ্রেসকে টার্নিং পয়েন্ট মানতে চান না, ‘ড্যানিয়েলের পারফরম্যান্স নয়, আমাদের কয়েকজন ফুটবলার ইনজুরিতে তারা থাকলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। ‘
এক নজরে স্বাধীনতা কাপ
চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী
রানার্সআপ বসুন্ধরা কিংস
ফেয়ার প্লে সাইফ স্পোর্টিং
ম্যান অফ দ্য ফাইনাল ডালিংটন (আবাহনী)
সর্বোচ্চ গোলদাতা ডার্লিংটন (আবাহনী ৪ গোল)
ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাফায়েল অগাস্তো (আবাহনী)
এসএ