আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যকে করোনার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছেন জার্মানির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর অর্থ যুক্তরাজ্য ভ্রমণকারীদের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ। ইউরোপে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। অন্য দেশ সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান সতর্ক করেছেন, জানুয়ারির মাঝামাঝিতে ইউরোপে ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রভাবশালী হতে পারে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্তের পর কিছু দেশ পুনরায় ভ্রমণ বিধিনিষেধ এবং অন্যান্য ব্যবস্থা আরোপ করছে।
গত সাত দিনে লন্ডনে ৬৫ হাজারের বেশি করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। লন্ডনে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মহামারি শুরু হওয়ার পর সর্বোচ্চ।
সূত্র:আল জাজিরা
বিএসডি/ এলএল